সিলেটে একদিনে ৭৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ২৯, ২০২০
১১:০১ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২০
০১:১১ অপরাহ্ন



সিলেটে একদিনে ৭৬ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে গতকাল বৃহস্পতিবার (২৯ মে) একদিনে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৫১ জন, সুনামগঞ্জের ১৮ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।  

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় ও হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল গতকাল বৃহস্পতিবার (২৮ মে) রাতে সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার শনাক্তদের মধ্যে কয়েকজন পুরোনো রোগীও রয়েছেন। গতকাল কোভিড-১৯ আক্রান্ত হিসেবে ৬৭ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ৪৫ জন, সুনামগঞ্জ জেলার ১৪, হবিগঞ্জ জেলার ৭ জন ও মৌলভীবাজার জেলার ১ জন। মৌলভীবাজারের রোগীর নমুনা পরীক্ষা হয় ঢাকার ন্যাশনাল ইনিস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবে। 

সিলেটে শনাক্ত ৫১ : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বৃহস্পতিবার রাতে জানান, গতকাল বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করে ফলাফলে ৫১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা বলে তিনি জানিয়েছেন। এরমধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা ছাড়া সিলেট জেলার সব উপজেলার বাসিন্দা রয়েছেন। 

সুনামগঞ্জে ১৮ জনের করোনা শনাক্ত : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বৃহস্পতিবার রাতে জানান, বৃহস্পতিবার শাবির পিসিআর ল্যাবে আগের দুটি নমুনাসহ মোট ১৭০টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়।  আক্রান্তদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। 

হবিগঞ্জে চিকিৎসকসহ ৭ জনের করোনা শনাক্ত : হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বৃহস্পতিবার রাতে জানান, গতকাল হবিগঞ্জ জেলার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে একজন চিকিৎসকও আছেন। এরমধ্যে ৬ জন হবিগঞ্জ সদরের অধিবাসী। একজন চুনারুঘাটের। এ নিয়ে হবিগঞ্জ জেলায় মোট ১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতোমধ্যে ৮২ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন একজন।

প্রসঙ্গত, আজ শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৮২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৩০ জন, সুনামগঞ্জের ১২৭ জন, হবিগঞ্জের ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০১ জন। মারা গেছেন ১৬ জন। 

এনপি-১১