রবিবার থেকে চলবে কালনী ও উদয়ন

নিজস্ব প্রতিবেদক


মে ২৯, ২০২০
১১:৫৪ পূর্বাহ্ন


আপডেট : মে ২৯, ২০২০
১১:৫৮ পূর্বাহ্ন



রবিবার থেকে চলবে কালনী ও উদয়ন

স্বাস্থ্যবিধি মেনে আগামী রবিবার থেকে (৩১ মে) সিলেট-ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে চলবে উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম) ও কালনী এক্সপ্রেস (সিলেট-ঢাকা-সিলেট)।

গতকাল বৃহস্পতিবার (২৮ মে) এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। সেই তালিকা অনুযায়ী

স্বাস্থ্যবিধি মেনে রবিবার থেকে প্রথম দফায় সীমিত পরিসরে সারাদেশে ৮টি আন্তনগর ট্রেন চলবে। ট্রেনের টিকিট অনলাইনের পাশাপাশি টিকিট কাউন্টারে পাওয়া যাবে।  

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এনপি-১৩