বালাগঞ্জ প্রতিনিধি
মে ২৯, ২০২০
০৩:২৭ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২০
০৩:২৭ অপরাহ্ন
সিলেটের বালাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি বালাগঞ্জ ইউনিয়নের পীরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে।
আজ শুক্রবার (২৯ মে) দুপুরে এ ঘটনা ঘটেছে।
বালাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোশাহীদ আলী জানান, ওই বৃদ্ধা উপজেলার খারমাপুর গ্রামে তার ভগ্নিপতি চাঁন মিয়ার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওই বাড়ির পুকুরে বিদ্যুতের তার পড়ায় পানিতে বিদ্যুৎ ছিল। বেলা ১টার দিকে বৃদ্ধা আনোয়ারা বেগম পুকুরে অজু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
এসএ/আরআর-০১