জৈন্তাপুর প্রতিনিধি
মে ২৯, ২০২০
০৩:২৮ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২০
০৩:৩৩ অপরাহ্ন
সিলেট জৈন্তাপুর উপজেলার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া ইউপি সচিব আবুল হোসেন (৩৪) করোনায় আক্রান্ত ছিলেন। তিনি জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।
বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে ফলাফল পজেটিভ আসে। ল্যাব সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য যে, করোনার উপসর্গ নিয়ে গত ২৭ মে বুধবার সাড়ে ১২টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান। উপসর্গ থাকায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।
আরকেএস/বিএ-০৫