বালাগঞ্জ প্রতিনিধি
মে ২৯, ২০২০
০৩:৩৯ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২০
০৩:৩৯ অপরাহ্ন
সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নসিরপুর গ্রামে এক গৃহবধূকে অগ্নিদগ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। তিন সন্তানের জননী ওই গৃহবধূ নসিরপুর গ্রামের আমীর আলীর স্ত্রী তাসলিমা আক্তার সাকী।
বুধবার (২৭ মে) রাতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছেন গৃহবধূর পরিবারের সদস্যরা। তবে স্বামীর পরিবারের দাবি, ওই গৃহবধূ নিজেই তার কাপড়ে আগুন লাগিয়ে স্বামীসহ স্বামীর পরিবারের লোকজনকে ফাঁসানার চেষ্টা করছেন।
অগ্নিদগ্ধ সাকী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে তারা এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছেন। আসল ঘটনা এখনও জানতে পারিনি।
বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া বলেন, সাবেক ইউপি সদস্য আমাকে এ বিষয়ে অবহিত করেছেন।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি, অভিযোগও দেয়নি।
এসএ/আরআর-০২