সিলেটে বাড়তি ভাড়ায় চলবে গাড়ি

নিজস্ব প্রতিবেদক


মে ৩০, ২০২০
০৪:১৭ পূর্বাহ্ন


আপডেট : মে ৩০, ২০২০
০৪:৩১ পূর্বাহ্ন



সিলেটে বাড়তি ভাড়ায় চলবে গাড়ি

ছবি : এইচ এম শহীদুল ইসলাম

স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে আগামী রবিবার থেকে ১৫ জুন পর্যন্ত সারাদেশে চলবে গণপরিবহন। গত বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর সিলেট বিভাগে আগামী সোমবার (০১ জুন) থেকে সকল রুটে গণপরিবহণ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের পরিবহণ খাত সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নির্দেশনা মেনে গাড়ি চালাবেন তারা। তবে স্বাস্থ্যবিধিতে একটির পর একটি আসন ফাঁকা রাখার নির্দেশনা থাকায় ভাড়া বাড়াতেই হবে। নতুবা তেলের খরচই উঠবে না তাদের। 

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর পলাশ সিলেট মিররকে বলেন, আমরা গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি আরও বলে, ৪০ সিটের গাড়িতে ২০ জন যাত্রী নিলে তেলের খরচই উঠবে না। তাই ভাড়া বাড়াতে হবে। আগামীকাল শনিবার (৩০ মে) ভাড়া নির্ধারণ করা হবে। তবে বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনে লোকসান দিয়ে গাড়ি চালানোর কথাও জানান তিনি।

এনসি/বিএ-০৬