কানাইঘাট প্রতিনিধি
মে ৩০, ২০২০
০৮:১২ পূর্বাহ্ন
আপডেট : মে ৩০, ২০২০
০৮:২৮ পূর্বাহ্ন
কানাইঘাটে আজ শুক্রবার নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কানাইঘাট বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী। সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ এসেছে। কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিধ সুবোধ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে অন্য ৩ জন হলেন, পৌরসভার বিষ্ণুপুর গ্রামের একজন (২৮), ডালাইচর গ্রামের একজন (২৯) ও চাক্তা গ্রামের একজন (৫৭)। তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয় ২৭ মে। এ নিয়ে করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে কানাইঘাট উপজেলায় ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
জনপ্রতিনিধির মধ্যে বড়চতুল ইউপির চেয়ারম্যান আবুল হোসেইন প্রথম করোনা আক্রান্ত হলেন। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলেও জানা গেছে।
এমআর/বিএ-১১