এবার র‌্যাব ৯-এর ১৩ সদস্যের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ২৯, ২০২০
০৮:৪৭ অপরাহ্ন


আপডেট : মে ২৯, ২০২০
০৯:০৫ অপরাহ্ন



এবার র‌্যাব ৯-এর ১৩ সদস্যের করোনা শনাক্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র‍্যাপিড একশন ব্যাটালিয়ন-র‍্যাব-৯ এর ১৩ সদস্য। এই প্রথম র‍্যাব-৯ এর কোন সদস্য করোনা আক্রান্ত হলেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম সিলেট মিররকে জানান, শুক্রবার (২৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

তিনি বলেন, আমাদের ১৩ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাদের তেমন উপসর্গ নেই।

বিএ-১৩