নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২০
০৯:১৫ অপরাহ্ন
আপডেট : মে ২৯, ২০২০
১০:৫২ অপরাহ্ন
করোনায় আক্রান্ত হয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালের এক ব্রাদার মারা গেছেন। শুক্রবার (২৯ মে) রাত পৌনে ১১ টায় হাসপাতালে টিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়। তার বয়স ৬৪ বছর। সংসার জীবনে এক সন্তানের জনক এ নার্স দীর্ঘদিন থেকে হার্ট, লিভার ডায়াবেটিস রোগে ভুগছিলেন বলে জানা যায়।
গত ২১ মে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে ২২ মে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিলো।
এনএইচ/বিএ-১৪