বিয়ানীবাজারে আরও ২ জনের করোনা শনাক্ত

বিয়ানীবাজার প্রতিনিধি


মে ২৯, ২০২০
০৯:২৯ অপরাহ্ন


আপডেট : মে ২৯, ২০২০
০৯:২৯ অপরাহ্ন



বিয়ানীবাজারে আরও ২ জনের করোনা শনাক্ত

বিয়ানীবাজার উপজেলায় নতুন করে আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় বিয়ানীবাজারের দুজনের রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্ত দুজনের মধ্যে একজন হচ্ছে বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী (৫৬)। তাঁর শরীরে গত ৫-৬ দিন থেকে জ্বর রয়েছে। তার বাড়ি পৌরশহরতলীর খাসাড়ীপাড়া গ্রামে। আক্রান্ত অন্যজন হচ্ছেন পৌরশহরতলীর ফতেহপুর গ্রামের বাসিন্দা (১৯)। তিনি বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের করোনা পজেটিভ একজনে প্রত্যক্ষ সংস্পর্শে ছিলেন।

এদিকে, এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় এক শিশু ও দুই নারীসহ মোট ৯ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক নারীসহ ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এসএ/বিএ-১৫