গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ৩০, ২০২০
১২:০০ পূর্বাহ্ন
আপডেট : মে ৩০, ২০২০
১২:০০ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আরও ১ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ আক্রান্ত ব্যক্তি হলেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ব্রাদার (পুরুষ নার্স)। তার বয়স ৪০ বছর।
শুক্রবার রাতে (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম শাহিন।
তিনি বলেন, করোনা আক্রান্ত নার্সের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ রাতে তার রিপোর্ট পজেটিভ আসে।
আক্রান্তের বাসা লকডাউন করা হবে এবং আক্রান্তের সংস্পর্সে যারা এসেছিলেন তাদের সবার নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।
এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন ও ১ জন মারা গেছেন।