শ্রীমঙ্গলে একদিনে ১৮ করোনা রোগী শনাক্ত, আতঙ্ক

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুন ০১, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে একদিনে ১৮ করোনা রোগী শনাক্ত, আতঙ্ক

শ্রীমঙ্গলে রবিবার (৩১ মে) এক দিনে রেকর্ড ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।  শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত  করেছন। 

এনিয়ে  শ্রীমঙ্গলে ৩০ জন করোনা আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। 

এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে গত ২৬ মে  শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আহাদ এবং পরদিন ২৭ মে মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত’র মৃত্যু হয়। 

শ্রীমঙ্গল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী জানিয়েছেন, প্রশাসনের সহায়তায় নতুন আক্রান্ত হওয়াদের বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে। 

এদিকে একদিনের ব্যবধানে শ্রীমঙ্গলে রেকর্ড ১৮ জন করোনা শনাক্তের ঘটনায় গোটা উপজেলা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

কেজিকি/ বিএ-০১