কমলগঞ্জে আরও ৬ জন করোনা আক্রান্ত

কমলগঞ্জ প্রতিনিধি


জুন ০২, ২০২০
০৩:৩৫ পূর্বাহ্ন


আপডেট : জুন ০২, ২০২০
০৩:৩৫ পূর্বাহ্ন



কমলগঞ্জে আরও ৬ জন করোনা আক্রান্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে নতুন করে ৬ জন ও পুরাতন ২ জনের পুনরায় করোনা শনাক্ত করা হয়েছে। গতকাল রবিবার (৩১ মে) রাত সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য জানায়। 

আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রহরী, গার্মেন্টস কর্মী, গৃহিনী ও স্কুল ছাত্রী রয়েছেন। নতুন আক্রান্তদের মাঝে শমশেরনগর বাজারে আক্রান্ত ২ গৃহিনী, ১ স্কুল ছাত্রীসহ ৩ জন, মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী, চা শ্রমিক সন্তান ১ জন, উত্তর তিলকপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা প্রহরী ১ জন ও কমলগঞ্জ পৌর এলাকার নছরতপুর গ্রামের ৭০ বছর বয়স্ক ১ জন বৃদ্ধের করোনা শনাক্ত করা হয়েছে। 

পুরাতনদের মাঝে সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার একজন কর্মকর্তা ও শমশেরনগর সবুজবাগ আবাসিক এলাকার ২য় শ্রেণির এক ছাত্রীর দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় করেনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে কমলগঞ্জ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া জানান, গতকাল রবিবার রাতে কমলগঞ্জে ৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে নতুন করে ৬ জন ও পুরাতন ২ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার ব্যবস্থা করে বাড়িগুলো লকডাউন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

এসডি/এনপি-১৬