বালাগঞ্জ প্রতিনিধি
জুন ০৪, ২০২০
০৪:৫৮ অপরাহ্ন
আপডেট : জুন ০৪, ২০২০
০৪:৫৮ অপরাহ্ন
রেডক্রিসেন্টের নাম ভাঙিয়ে ত্রাণ দেওয়ার কথা বলে সিলেটের বালাগঞ্জ উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে একটি অসাধু চক্র। টাকা নেওয়ার পর ওই চক্র নিজেদের মোবাইল নম্বরগুলো বন্ধ করে দিয়েছে।
জানা যায়, কয়েকদিন আগে রেডক্রিসেন্টের পরিচয় দিয়ে দুই ব্যক্তি বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের সঙ্গে সাক্ষাৎ করে। তাদের মধ্যে একজন নিজেকে আকবর হোসেন বলে পরিচয় দিয়ে রেডক্রিসেন্টের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার কথা বলে উপজেলা চেয়ারম্যানের কাছে দরিদ্রদের তালিকা চায়। উপজেলা চেয়ারম্যান ৬টি ইউনিয়নের পরিচিত কয়েকজনকে দিয়ে তালিকা প্রস্তুত করে দেন। এরপর রেডক্রিসেন্টের পরিচয় দেওয়া লোকজন প্রস্তুত করা তালিকার ছবি তুলে নিয়ে যায়।
পরে ত্রাণের জন্য প্রস্তুত করা তালিকায় থাকা মোবাইল নম্বরগুলোতে ০১৩০৬-২৯৩৯৬৬, ০১৮৪১-০২৮৭৮৫, ০১৭৮৩-১৮৪৬৩০ ও ০১৭৭৬-২৮৯৭৭৫ নম্বর থেকে কল দিয়ে বলা হয়- তালিকায় যাদের নাম আছে তারা জনপ্রতি নগদ টাকাসহ কমপক্ষে ১০-১২ হাজার ত্রাণ পাবেন। ত্রাণ পেতে হলে হাজারখানেক টাকা দিতে হবে। এর মধ্যে সরল বিশ্বাসে অনেকেই ত্রাণ পাওয়ার আশায় বিকাশের মাধ্যমে টাকা পাঠান। টাকা নেওয়ার পর প্রতারকরা তাদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ করে দেয়।
জানা গেছে, ত্রাণের আশায় বিকাশে টাকা পাঠিয়ে প্রতারণার শিকার হয়েছেন উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের রুজেল আহমদ, আতাসন গ্রামের রফিক মিয়া, পশ্চিম হরিশ্যাম গ্রামের কুতুব আলী, নিয়াজ আলী, সুহেল মিয়া, লায়েক মিয়া, আব্দুস ছালাম, আব্দুল বশির, কলুমপুর গ্রামের আব্দুল আলিম, আবুল মিয়া, সাবুল মিয়া ও ছাতির মিয়াসহ ২০-২৫ জন। এছাড়া দেওয়ান বাজার ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজনের কাছ থেকেও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেন, রেডক্রিসেন্টের কথা বলায় বিশ্বাস করেছিলাম। কিন্তু ওরা যে প্রতারক তা বুঝতে পারিনি। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।
এসএ/আরআর-০৭