নিজস্ব প্রতিবেদক
জুন ০৯, ২০২০
০৩:১৮ পূর্বাহ্ন
আপডেট : জুন ০৯, ২০২০
০৫:৫১ পূর্বাহ্ন
সিলেট জেলায় করোনাভাইরাসের উপসর্গ থাকা রোগীদের সরকারিভাবে আরও দুইটি হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। এই দুইটি হাসপাতাল হলো ৩১ শয্যা বিশিষ্ট খাদিমপাড়া হাসপাতাল ও ৫০ শয্যাবিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
গত এপ্রিল থেকে সিলেটে করোনা আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের নগরের চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বর্তমানে রোগীদের চাপে হিমশিম খাচ্ছে এই হাসপাতাল। তাই নতুন করে খাদিমপাড়া হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনা চিকিৎসায় যুক্ত করা হচ্ছে। তবে আইসিইউ ও ভেন্টিলেটর না থাকায় এই দুই হাসপাতালে শুধু করোনাভাইরাসের উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগী বৃদ্ধি পাওয়াতে খাদিমপাড়া হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হবে। রোগীদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হবে। পর্যাপ্ত জনবলও দেওয়া হবে।
সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল সিলেট মিররকে জানান, দুই একদিনের মধ্যে খাদিমপাড়া হাসপাতাল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা শুরু হবে। সেখানে করোনার উপসর্গ থাকাদের নমুনা ও সংগ্রহ করা হবে।
এনসি/বিএ-২২