শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে মা নিহত, শিশু আহত

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুন ১০, ২০২০
০৪:১১ পূর্বাহ্ন


আপডেট : জুন ১০, ২০২০
০৪:১১ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে মা নিহত, শিশু আহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই নারীর ৪ বছর বয়সী শিশু সন্তান।

আজ মঙ্গলবার (৯ জুন) বেলা দেড়টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশনের পশ্চিম পাশের রেললাইনের উপরে এ ঘটনা ঘটেছে।

নিহত নারীর নাম উজ্জ্বলা রানী দাশ (৩০)। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বড়গাঁও গ্রামের রাজ চন্দ্র দাশের মেয়ে।

জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল মঙ্গলবার দুপুরে রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেললাইন পার হতে গিয়ে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। দুর্ঘটনায় নিহত নারীর শরীরের নিচের অংশ কেটে যায় এবং তার সঙ্গে থাকা শিশুটির একটি পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, নারী নিহতের ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। রাজনগর থানার মাধ্যমে নিহত নারীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

 

জিকে/আরআর-০৯