শ্রীমঙ্গলে করোনায় আক্রান্ত শিশুসহ দুইজন

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুন ১২, ২০২০
১২:১২ পূর্বাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
১২:১২ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে করোনায় আক্রান্ত শিশুসহ দুইজন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে আরও দু'জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন শিশু (১০) রয়েছে। আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের পশ্চিম ভূড়ভূড়িয়ায় এবং আক্রান্ত শিশুটি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীর মেয়ে।

নজরুল ইসলাম আরও বলেন, গত ২ জুন তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার তাদের রিপোর্ট পজিটিভ আসে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ রোগীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।

এদিকে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মুক্তিযোদ্ধা বিকাশ দত্তের পরিবারের সকল সদস্যের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

এ নিয়ে শ্রীমঙ্গলে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩৪ জন। তাদের মধ্যে দু'জন মারা গেছেন এবং ছয়জন সুস্থ হয়েছেন।

 

আরআর-০৯