কুলাউড়ায় চুরির দায়ে কিশোর আটক, মুচলেকায় মুক্ত

কুলাউড়া প্রতিনিধি


জুন ১২, ২০২০
০১:২১ পূর্বাহ্ন


আপডেট : জুন ১২, ২০২০
০১:২১ পূর্বাহ্ন



কুলাউড়ায় চুরির দায়ে কিশোর আটক, মুচলেকায় মুক্ত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বিজয়াবাজারের হবিব মিয়ার দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় সৌরভ বৈদ্য মিংকন (১৩) নামক এক কিশোরকে আটক করেন ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে তাকে আটক করা হয়। আটক মিংকন একই ইউনিয়নের দিলদারপুর বাজারের সুনীল বৈদ্য'র ছেলে।

বিজয়া বাজারের ব্যবসায়ী খালেদ আহমদ, খলিলুর রহমান, হেলাল আহমদ, ও নুরুল ইসলাম জানান, দুপুরে যখন দোকানদাররা নামাজে অথবা বাথরুমে যান, সেই সুযোগে দোকানের ক্যাশ থেকে টাকা নিয়ে চম্পট দেয় মিংকনসহ কয়েকজনের একটি দল। এর আগে বাজারের নুরুল ইসলামের ফার্মেসি থেকে মিংকন এবং তার সঙ্গী বেগমানপুর এলাকার নিলয় মিলে ১২ হাজার ৪শ টাকা চুরি করেছিল। আজ তাকে হাতেনাতে আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক দিলদারপুর বাজারের দুই ব্যবসায়ী জানান, তার (মিংকন) চুরির যন্ত্রণায় অতিষ্ঠ বাজারের দোকানদাররা। মিংকন ও তার সঙ্গী আরও দুইজন আছে। তারা সবসময় বাজার ও বিভিন্ন দোকানের আশপাশে ঘোরাঘুরি করে। একটু সুযোগ পেলেই ক্যাশ থেকে টাকাসহ দোকানের মালামাল নিয়ে চম্পট দেয়। এদের যন্ত্রণায় আমরা এখন রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছি।

জয়চন্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আজমল আলী বলেন, আমরা তাকে (সৌরভ বৈদ্য মিংকন) জিজ্ঞেস করলে সে চুরি করেছে বলে স্বীকার করেছে। পরে থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি।

কুলাউড়া থানার এসআই নজরুল ইসলাম জানান, ছেলেটির বয়স মাত্র ১৩ বছর। ব্যবসায়ীদের কাছ থেকে তাকে এনে ওসি স্যারের নির্দেশে মুচলেকার মাধ্যমে তাকে তার পরিবারের কাছে দিয়ে এসেছি।

 

জেএইচ/আরআর-১৩