সিলেট মিরর ডেস্ক
জুন ১৩, ২০২০
০৫:৪৭ অপরাহ্ন
আপডেট : জুন ১৩, ২০২০
০৫:৪৭ অপরাহ্ন
কমরেড জাহেদুল হক মিলু আমৃত্যু বিপ্লবী নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন বাসদ সিলেট জেলার নেতৃবৃন্দ। কমরেড জাহেদুল হক মিলুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাসদ সিলেট জেলার উদ্যোগে আয়োজিত স্মরণসভায় বক্তারা এই কথা বলেন।
স্মরণসভায় বক্তারা বলেন, কমরেড জাহেদুল হক মিলু আমৃত্যু বিপ্লবী ছিলেন। সমাজতান্ত্রিক শোষনমুক্ত সমাজ নির্মাণে কমেরেড তিনি সারাজীবন সংগ্রাম করে গিয়েছিলেন। আগামী দিনের সমাজ পরিবর্তনের সংগ্রামে আমাদেরকে তাঁর আদর্শ অনুরণ করা উচিৎ।
আজ শনিবার (১৩ জুন) বিকেলে নগরের আম্বরখানায় দলীয় কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এর আগে, বাংলাদেশের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক জাহেদুল হক মিলুর স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, নাজিকুল ইসলাম রানা, প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, ছাত্র ফ্রন্ট নগর আহ্বায়ক সনজয় শর্মা, লাবলু আহমদ প্রমুখ।
আরসি-১২