গোলাপগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুন ১৪, ২০২০
০৬:১৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২০
০৬:১৯ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সিলেট-জকিগঞ্জ সড়কের পাঁচমাইল এলাকায় মাস্ক না পরায় ও সামাজিক দূরত্ব বজায় না রেখে চলায় ১৮ জনকে মোট ৩ হাজার ২শ ৯০ টাকা জরিমানা করা হয়।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ না করে চলায় ১৮ জনকে মোট ৩ হাজার ২শ ৯০ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমন রোধে ও জনসচেতনতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

 

এফএম/আরআর-১৩