বড়লেখায় আরও ২ জনের করোনা শনাক্ত

বড়লেখা প্রতিনিধি


জুন ১৬, ২০২০
১০:৫৩ অপরাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২০
১০:৫৩ অপরাহ্ন



বড়লেখায় আরও ২ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ আজ মঙ্গলবার (১৬ জুন) আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এর মধ্যে ৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

নতুন শনাক্ত হওয়া দু'জনের মধ্যে একজনের (১৮) বাড়ি পৌরসভার পাখিয়ালা এলাকায় এবং অপরজনের (২৮) বাড়ি উপজেলার দোহালিয়া এলাকায়।

এদিকে মঙ্গলবার দুপুরে আক্রান্ত দুইজনের বাড়ি লকডাউন করেছে পুলিশ। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আক্তার ও থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বড়লেখা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, আক্রান্ত দুইজনের মধ্যে করোনার উপসর্গ থাকায় গত ৭ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। আজ মঙ্গলবার তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। তারা বাড়িতে আছেন। তবে সুস্থ রয়েছেন। তাদের দু'জনের বাড়ি লকডাউন করা হয়েছে।

 

এজে/আরআর-০৬