বড়লেখায় দুই বোনের করোনা শনাক্ত

বড়লেখা প্রতিনিধি


জুন ১৮, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন



বড়লেখায় দুই বোনের করোনা শনাক্ত

মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে দুই বোনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের একজনের বয়স ২৫ এবং অন্যজনের বয়স ২৭ বছর। তাদের বাড়ি পৌরসভার বারইগ্রাম এলাকায়।

এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এর মধ্যে ৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে গত ৭ জুন সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ জ্বর-কাশি নিয়ে মারা যাওয়া কাপড় ব্যবসায়ী অনুরঞ্জন দেবনাথের (৬০) করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ওই ব্যবসায়ীর বাড়ি বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকায়।

এ ব্যাপারে বড়লেখা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস আজ বুধবার (১৭ জুন) বিকেলে বলেন, একই পরিবারের দুইজনের করোনা পজিটিভ এসেছে। করোনার উপসর্গ থাকায় গত ৭ জুন তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী অনুরঞ্জন দেবনাথের করোনা নেগেটিভ এসেছে।

 

এজে/আরআর-১২