ল্যাপটপ উপহার পেল চা-কন্যা অঞ্জলী

জুড়ী সংবাদদাতা


জুন ১৮, ২০২০
০১:১৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৮, ২০২০
০১:১৯ পূর্বাহ্ন



ল্যাপটপ উপহার পেল চা-কন্যা অঞ্জলী

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা চা-বাগানের এলবিনটিলার মেধাবী ছাত্রী অঞ্জলী ভুমিজ পড়ার সুযোগ পেয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্সে। ভর্তি পরবর্তী সময়ে তার শ্রেণি কার্যক্রমের অংশগ্রহণের জন্য প্রযোজন ছিল একটি ল্যাপটপ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সমাজকর্মী ও সংগঠক মিফতাহ আহমেদ রিটন। সেটি দৃষ্টিগোচর হয় যুক্তরাষ্ট্রে বসবাসকারী পূর্ব জুড়ী ইউনিয়নের ছোটধামাই গ্রামের সালেক সানীর। তিনি তাৎক্ষণিক চা-কন্যা অঞ্জলীর জন্য একটি ল্যাপটপ উপহার দেন।

আজ বুধবার (১৭ জুন) সকালে এলবিনটিলা চা-বাগানে অঞ্জলীর বাড়িতে গিয়ে ল্যাপটপটি তার হাতে তুলে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, অঞ্জলীর পিতা অমৃত ভুমিজ, মাতা রতনমনি ভুমিজ, ভাই অনজু ভুমিজ, স্থানীয় ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাসান তারেক, মিফতাহ আহমেদ রিটন, রাশেদ আলম মইনুল, আব্দুস সামাদ প্রমুখ।

অঞ্জলী ও তার পরিবারের সদস্যরা এই সহযোগিতার জন্য সালেক সানীকে ধন্যবাদ জানান। তারা তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

প্রসঙ্গত, সালেক সানি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। করোনাকালীন সময়ে বিভিন্ন মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছেন তিনি। এছাড়াও তিনি শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা সহায়তা প্রদান করে থাকেন।

 

এইচআর/আরআর-১৩