করোনাকালে বড়লেখার মানুষের পাশে ব্র্যাক

বড়লেখা প্রতিনিধি


জুন ২০, ২০২০
০১:৪৬ অপরাহ্ন


আপডেট : জুন ২০, ২০২০
০১:৪৬ অপরাহ্ন



করোনাকালে বড়লেখার মানুষের পাশে ব্র্যাক

করোনাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। দেশে দিন দিন আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। এ অবস্থায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক শ্রীমঙ্গল অঞ্চলের আওতাধীন বড়লেখায় করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করতে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে বড়লেখায় করোনাভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পৌর শহরে প্রচারপত্র বিলি করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) ব্র্যাকের বড়লেখা শাখার উদ্যোগে এগুলো বিলি করা হয়। এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের দক্ষিণ বাজার, উত্তর বাজার, মধ্য বাজার, সাতকরাকান্দি রোড ও স্টেশন রোড এলাকায় ব্যবসায়ী, গাড়িচালক ও বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাস নিয়ে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।

প্রচারপত্র বিলির সময় ব্র্যাকের বড়লেখা এলাকা ব্যবস্থাপক (দাবি) প্রকাশ চন্দ অধিকারী, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. মাহমুদুল হাসান, বড়লেখা শাখার ব্যবস্থাপক (দাবি) মো. আব্দুল মান্নান, কর্মসূচি সংগঠক (দাবি) মো. দেলোয়ার করিম, ক্রেডিট কর্মকর্তা (প্রগতি) শিবনাথ চক্রবর্ত্তী, কর্মসূচি সংগঠক (দাবি) অনিক রঞ্জন তালুকদার, কর্মসূচি সংগঠক (দাবি) মো. রিপন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে বড়লেখায় ক্ষুদ্রঋণের কিস্তি আদায় স্থগিত রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটি করোনা সংক্রমণের শুরু থেকে উপজেলাব্যাপী জনসাধারণকে সচেতন করা, সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন কার্যক্রম পালন করে আসছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে- সাধারণ মানুষ এবং গ্রাহকদের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে প্রচারপত্র বিতরণ, মাইকিং, জনবহুল স্থানে ব্যানার টানানো, ব্যবসাপ্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গোল চিহ্ন এঁকে দেওয়া, বিভিন্ন মুদি দোকান ও ফার্মেসির সামনে বিনামূল্যে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা, বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সচেতনতার পরামর্শ প্রদান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ঋণ বিতরণ। এই কাজগুলো চলমান রয়েছে। এসব কাজ তদারকি করছেন ব্র্যাকের বড়লেখা এলাকার দায়িত্বে থাকা ব্যবস্থাপক (দাবি) প্রকাশ চন্দ অধিকারী ও এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. মাহমুদুল হাসান।

ব্র্যাকের বড়লেখা এলাকা (কার্যালয়) সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলায় করোনা পরিস্থিতিতে সংকটে পড়া ১২৫ জন দরিদ্র ও কর্মহীন গ্রাহককে নগদ ১ হাজার ৫০০ টাকা করে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া গ্রাহকদের অনটনের কথা বিবেচনায় ৪টি শাখার ৮৬৮ জন সদস্যকে বিকাশের মাধ্যমে ঋণের সঞ্চয়ের ১৭ লাখ ৭৩ হাজার টাকা প্রদান করা হয়েছে। সদস্যদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ৪১ জনকে ১৬ লাখ ৪০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে।

ব্র্যাকের বড়লেখা এলাকার দায়িত্বে থাকা ব্যবস্থাপক (দাবি) প্রকাশ চন্দ অধিকারী বলেন, 'করোনার সংকটময় মুহূর্তের শুরু থেকেই আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের কোনো কর্মী ছুটিতে যাননি। তারা কর্ম এলাকায় থেকে মানুষের খোঁজ-খবর রেখেছেন। শুরু থেকে কিস্তি আদায় বন্ধ রাখি আমরা। মানুষকে সচেতন করতে নানামুখী কার্যক্রম চালানো হয়। এটি অব্যাহত আছে। আমাদের সদস্যদের সার্বক্ষণিক খোঁজ-খবরও নিয়েছি। কারও কোনো সংকট আছে কি-না জানতে চেয়েছি।'

 

এজে/আরআর-০৭