মৌলভীবাজারে শনাক্ত ১৮

নিজস্ব প্রতিবেদক


জুন ২১, ২০২০
১০:৫৬ অপরাহ্ন


আপডেট : জুন ২২, ২০২০
০১:৪৯ পূর্বাহ্ন



মৌলভীবাজারে শনাক্ত ১৮

মৌলভীবাজারে আজ রবিবার (২১ জুন) নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ তিনি সিলেট মিররকে বলেন, 'মৌলভীবাজারে আজ ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়।'

আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১০ জন, কুলাউড়া ৪ জন, বড়লেখার দুইজন, রাজনগরে একজন ও কমলগঞ্জের একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে। মৌলভীবাজারে ইতোমধ্যে ৯৪ জন সুস্থ হয়েছেন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।

এ নিয়ে সিলেট বিভাগে মোট ৩ হাজার ৩০৫ জনের করোনা শনাক্ত হলো। আজ রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত ৬৯৩ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৪২ জন, সুনামগঞ্জে ১৯১ জন, হবিগঞ্জে ১৬৬ জন ও মৌলভীবাজারে ৯৪ জন। 

এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫৭ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৫ জন, মৌলভীবাজারে চারজন সুনামগঞ্জে চারজন ও হবিগঞ্জে চারজন । 

এনএইচ/এনপি-০৪