কমলগঞ্জে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি


জুন ২৩, ২০২০
০১:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২০
০১:৪৪ পূর্বাহ্ন



কমলগঞ্জে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের জন্য কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। স্বাগত বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মো. আশরাফুল আলম। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে খরিপ ১/২০২০ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কমলগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের ৩২ জন করে ২৮৮ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও চারা বিতরণ করা হয়েছে। 

 

এসডি/আরআর-১৫