মৌলভীবাজারে শনাক্ত ২২

নিজস্ব প্রতিবেদক


জুন ২৫, ২০২০
০৯:১৬ অপরাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২০
১২:২৬ পূর্বাহ্ন



মৌলভীবাজারে শনাক্ত ২২

মৌলভীবাজারে আজ বৃহস্পতিবার (২৫ জুন) নতুন করে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি সিলেট মিররকে বলেন, 'মৌলভীবাজারে আজ ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়।' আক্রান্তদের মধ্যে রাজনগরের ৩ জন, কুলাউড়ার ৫ জন, জুড়ীর ৯ জন, কমলগঞ্জের ৩ জন ও বড়লেখার দুইজন রয়েছেন।  

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৬ জনে। ইতোমধ্যে ১৪৬ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন চারজন।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮১৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ২ হাজার ১২ জন, সুনামগঞ্জে ৮৯৫ জন ও হবিগঞ্জে ৫২২ জন রয়েছেন। 

এ পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৯৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০২ জন, সুনামগঞ্জে ৩০২ জন, হবিগঞ্জে ১৮৮ জন ও মৌলভীবাজারে ১৪৬ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৪ জন। 

এনএইচ/এনপি-০১