কমলগঞ্জে ৯টি মসজিদে ফ্যান বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি


জুন ২৬, ২০২০
০২:৫১ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২০
০২:৫১ পূর্বাহ্ন



কমলগঞ্জে ৯টি মসজিদে ফ্যান বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি মসজিদে সিলিং ফ্যান বিতরণ করেছে অরাজনৈতিক সামাজিক সংগঠন সেক্রিফাইস গ্রুপ।

সেক্রিফাইস গ্রুপের আহ্বায়ক আজহারুল ইসলাম শাকিলের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পতনঊষার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মুখে এসব সিলিং ফ্যান বিতরণ করা হয়।

গ্রুপের সদস্য সচিব আতিফ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তওফিক আহমেদ বাবু। 

বিশেষ অতিথি ছিলেন শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি অলি আহমেদ খান, গ্রুপের দাতা সদস্য জনি ইসলাম ও শাপলা সবুজ সংঘের সাধারণ সম্পাদক মিতুল খান। এছাড়া গ্রুপের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এসডি/আরআর-১৬