মৌলভীবাজারে বৃষ্টি অব্যাহত থাকার আভাস

মৌলভীবাজার প্রতিনিধি


জুন ২৮, ২০২০
০৬:৪৪ অপরাহ্ন


আপডেট : জুন ২৮, ২০২০
০৬:৪৪ অপরাহ্ন



মৌলভীবাজারে বৃষ্টি অব্যাহত থাকার আভাস

সিলেট বিভাগের প্রতিটি জেলায় কম-বেশি বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলা বন্যায় তলিয়ে গেছে। আজ রবিবার (২৮ জুন) মৌলভীবাজার জেলাজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। রোদের স্থায়িত্ব ছিল খুব কম সময়।

পুরো জেলাজুড়ে গত দুইদিন থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। হিমেল বাতাস বইছে। রোদের দেখা তেমন মিলছে না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে প্রয়োজন ছাড়া কেউই বাইরে বের হচ্ছেন না। তবে মৌলভীবাজারের ভেতর দিয়ে বয়ে যাওয়া মনু নদীর পানি এখনও স্বাভাবিক আছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মুজিবুর রহসান আজ রবিবার সকালে সিলেট মিররকে বলেন, আগামী কয়েকদিন সিলেটের পুরো অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত বয়ে যাবে। কোথাও কম আবার কোথাও বেশি বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, আজ সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুইদিন হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এসএইচ/আরআর-০২