মৌলভীবাজার প্রতিনিধি
জুন ৩০, ২০২০
১২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২০
১২:৪৭ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়ক এলাকার শামসুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সিলেটের নর্থইস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার রাতে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নর্থইস্ট হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. নাজমুল হক।
পরিবার সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়ক এলাকার বাসিন্দা শামসুল হকের করোনা শনাক্ত হওয়ার পর তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন। গতকাল রবিবার সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে নর্থইস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই রাতে তাঁর মৃত্যু হয়।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত ৪১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মারা গেছেন মোট ৫ জন।
এসএইচ/আরআর-০৬