মৌলভীবাজার প্রতিনিধি
জুন ৩০, ২০২০
০১:০৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ৩০, ২০২০
০১:০৬ পূর্বাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মৌলভীবাজারে কর্মরত পুলিশ দম্পতি সুস্থ হয়ে উঠেছেন। তারা সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা থেকে সুস্থ হলে গতকাল রবিবার (২৮ জুন) তারা সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র পান।
এর আগে মৌলভীবাজার জেলার বিশেষ শাখা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুমন মিয়া (৩৫) ও তার স্ত্রী কোর্ট পুলিশের এএসআই পারভিন সুলতানা (৩০) করোনায় আক্রান্ত হলে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে গত ১৭ জুন তাদের দু'জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এএসআই রুমন মিয়া জানান, তাদের নমুনা পরীক্ষা করে গতকাল রবিবার করোনা নেগেটিভ রিপোর্ট আসায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
এসএইচ/আরআর-০৮