মৌলভীবাজার হাসপাতালে অক্সিজেন দিল অগ্রণী ব্যাংক

মৌলভীবাজার প্রতিনিধি


জুন ৩০, ২০২০
১০:০৯ অপরাহ্ন


আপডেট : জুন ৩০, ২০২০
১০:০৯ অপরাহ্ন



মৌলভীবাজার হাসপাতালে অক্সিজেন দিল অগ্রণী ব্যাংক

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ৪টি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলামের উদ্যোগে এবং মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের সমন্বয়ে আজ মঙ্গলবার (৩০ জুন) এ অক্সিজেন কনসেনট্রেটরগুলো হস্তান্তর করা হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার আঞ্চলিক শাখা এটি বাস্তবায়ন করেছে।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে মহামারি করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের অক্সিজেন সরবরাহ সমস্যার সমাধানে এ সহায়তা দেন অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম।

অক্সিজেন কনসেনট্রেটর বিতরণকালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো, সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ, অগ্রণী ব্যাংক লিমিটেডের আঞ্চলিক প্রধান সহকারী মহাব্যবস্থাপক মো. আব্দুল লতিফ, প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক সানাউল হক সুয়েজ প্রমুখ।

এর আগে মোহাম্মদ শামস্-উল ইসলামের উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ২৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে আবুল খায়ের গ্রুপ।

 

এসএইচ/আরআর-১৫