প্রধানমন্ত্রীর উপহার পেল কমলগঞ্জের ৪ শতাধিক পরিবার

কমলগঞ্জ প্রতিনিধি


জুলাই ০১, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন



প্রধানমন্ত্রীর উপহার পেল কমলগঞ্জের ৪ শতাধিক পরিবার

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় পৌর এলাকার অসহায় ও হতদরিদ্র ৪১০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় ও গতকাল সোমবার (২৯ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল অসহায় ও হতদরিদ্র ৪১০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এসব চাল বিতরণ করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ট্রেক অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ বেলাল চৌধুরী, কাউন্সিলর রমুজ মিয়া, মো. আনোয়ার হোসেন, দেওয়ান আব্দুর রহিম মুহিন, রাসেল মতলিব তরফদার, গোলাম মুগ্নি মুহিত, সৈয়দ জামাল হোসেন, মো. আফজল মিয়া, কমলগঞ্জ পৌরসভার অফিস সহকারী কয়ছর মিয়া, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, অমিত ধর, তানিয়া ইসলাম রাখি, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সায়েখ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

 

এসডি/আরআর-১৭