কুলাউড়া প্রতিনিধি
জুলাই ০১, ২০২০
০২:৪৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২০
০২:৪৯ পূর্বাহ্ন
গত তিন বছর থেকে লিখিত ও ভাইবা পরীক্ষা না হওয়ায় সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও শিক্ষানবীশ আইনজীবীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এমসিকিউতে উত্তীর্ণ হওয়া মৌলভীবাজার বারের শিক্ষানবীশ আইনজীবীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, শিক্ষানবীশ আইনজীবী তানিম আফজাল, ভাস্কর পুরকায়স্থ, সুজন বিশ্বাস, রুবেল আহমদ, শাহ লিংকন, জামাল আহমদ, ওয়াহিদুল ইসলাম রাহুল, এস এম বাবুল, তপন দেব, মিনহাজুল ইসলাম, পংকজ দেব, সুকায়েল খাঁন প্রমুখ।
এই আইনজীবীরা জানান, তারা ১০ বছর, ৭ বছর ও ৫ বছর পূর্বে দেশ/বিদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করলেও বার কাউন্সিলের নিবন্ধন পেতে বিলম্ব হওয়ায় দীর্ঘ সময় ধরে তারা সিনিয়র আইনজীবীদের সঙ্গে থেকে কাজ করছেন। বিশ্ব মহামারির এই সংকটময় মুহূর্তে তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন না থাকায় তারা সকল প্রকার আর্থিক, মানবিক ও আইনগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা আরও বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের ইতিহাসে ২০১২ সালের পূর্বে প্রতিবছর ২ বার ৬ মাস পর পর নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হতো এবং কখনও কখনও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইপূর্বক আইনজীবী তালিকাভুক্ত করা হতো। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার পদ্ধতি পরিবর্তনের কারণে পরীক্ষা শুরু থেকে শেষ করতে ২/৩ বছর সময় চলে যায়। একই সঙ্গে ৩/৪ বছর পর পর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ অবস্থায় দীর্ঘ সময় ধরে তালিকাভুক্ত হওয়ার অপেক্ষায় থেকে অনেকের জীবনের মূল্যবান সময় হারিয়ে যায়।
তারা আরও বলেন, ২০১৭ সালে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৩ বছর ধরে লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। এ অবস্থা পরিবর্তনের জন্য তারা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন। এর জন্য তারা গত ৯ জুন প্রধানমন্ত্রী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এবং আজ মঙ্গলবার সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
জেএইচ/আরআর-১৯