কুলাউড়ায় কৃষকদের মাঝে শস্যের বীজ বিতরণ

কুলাউড়া প্রতিনিধি


জুন ৩০, ২০২০
১০:৫৯ অপরাহ্ন


আপডেট : জুন ৩০, ২০২০
১০:৫৯ অপরাহ্ন



কুলাউড়ায় কৃষকদের মাঝে শস্যের বীজ বিতরণ

'দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি'র আওতায় মৌলভীবাজারের কুলাউড়ার ২২ জন সুফলভোগী সমবায়ী আদা চাষীর মাঝে ৭৫ কেজি অপ্রধান শস্যের বীজ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুলাউড়া উপজেলা বিআরডিবি'র প্রশিক্ষণ হলরুমে বিআরডিবি'র চেয়ারম্যান ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী।  

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিআরডিবি'র ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ও সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, করোনা মহামারিতে আমরা যে ক্ষতির সম্মুখিন হয়েছি, তা কৃষকের মাধ্যমে পূরণ করা সম্ভব। তাই মাননীয় প্রধানমন্ত্রী কৃষকের উন্নয়নের জন্য সব ধরণের ভূমিকা রাখছেন।

 

জেএইচ/আরআর-২০