রাজনগর প্রতিনিধি
জুলাই ০১, ২০২০
০৭:৪২ অপরাহ্ন
আপডেট : জুলাই ০১, ২০২০
০৭:৪২ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ইউএনও, চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা এবং গৃহপরিচারিকাসহ নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৩ জুন, ২৭ জুন এবং ২৮ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বর্ণালী দাস।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। অন্যজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কম্পাউন্ডার, রাজনগর মুন্সিবাজার অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা, এবং ইউএনও এর বাসার গৃহপরিচারিকা। আর অন্য দুইজনের পরিচয় পরে জানানো হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
এসএফএইচ/আরসি-০৪