শ্রীমঙ্গলে শিশুকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুলাই ০১, ২০২০
১০:৩৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২০
১০:৪১ অপরাহ্ন



শ্রীমঙ্গলে শিশুকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ বছরের শিশুকে হত্যার দায়ে ইউনুস নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ইউনুস অপরাধ স্বীকার করে জানিয়েছেন, চোরের অপবাদ সইতে না পেরে তিনি শিশুটিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) উপজেলার বিলাশছড়া চা-বাগানে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত শিশুর নাম রিমন গড় (৫)। সে ওই বাগানের শিবু গড়ের ছেলে।

আজ বুধবার (১ জুলাই) ইউনুসকে মৌলভীবাজার জেলা আদালতে প্রেরণ করলে তিনি সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, 'ইউনুসকে বেশ কিছু মাস আগে শিবু গড়ের রিকশার ব্যাটারি চুরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেছিলেন স্থানীয় ইউপি সদস্য। কিন্তু সে জরিমানার টাকা দিতে পারেনি। তাকে প্রায়ই শিবু গড়ের পরিবারের লোকজন চোর বলে সম্বোধন করতেন। এই অপমানের কারণেই সে মঙ্গলবার বেলা ৩টার দিকে শিশুটিকে পাখি শিকার করার কথা বলে চা-বাগানে নিয়ে যায় এবং সেখানে দা দিয়ে কুপিয়ে শিশুটিকে খুন করে। ইউনুসকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করলে সেখানে সে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শিশুর লাশ উদ্ধার করার পর আজ বুধবার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

জিকে/আরআর-১২