কমলগঞ্জে একদিনে ১২ জনের করোনা শনাক্ত

কমলগঞ্জ প্রতিনিধি


জুলাই ০১, ২০২০
১১:২৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২০
১১:২৪ অপরাহ্ন



কমলগঞ্জে একদিনে ১২ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষক, সমাজকর্মীসহ একদিনে ১২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে কমলগঞ্জে মোট ৫৭ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন।

কমলগঞ্জে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও জনসাধারণের মাঝে কোনো সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বুধবার (১ জুলাই) সকালে আসা রিপোর্টে শিক্ষক, সমাজকর্মীসহ ১২ জন আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

সম্প্রতি আক্রান্ত শনাক্তদের বেশিরভাগ রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভুঁইয়া।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার আসা রিপোর্টে কমলগঞ্জ পৌর এলাকার গোলনগরের ২ জন, কমলগঞ্জ সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রামের ১ জন, উত্তর বালিগাঁও গ্রামের ১ জন, রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ২ জন, দেবীপুর গ্রামের ২ জন, রহিমপুর গ্রামের ১ জন, মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের ১ জন ও শমশেরনগর ইউনিয়নের ২ জন করোনা পজিটিভ হয়েছেন। আক্রান্ত ১২ জনের মধ্যে মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং লকডাউন চলাকালীন সময়ে রহিমপুর ও মুন্সীবাজারে সক্রিয়ভাবে ত্রাণ বিতরণের কাজে অংশগ্রহণকারী একজন সমাজকর্মী রয়েছেন। ১২ জনের মধ্যে ৫ জন নারী রয়েছেন। দিন দিন কমলগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণ আগ্রহী নন।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভুঁইয়া জানান, আক্রান্তদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। 

 

এসডি/আরআর-১৪