মৌলভীবাজার হাসপাতালে ২ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি


জুলাই ০৩, ২০২০
১২:১০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২০
১২:২০ পূর্বাহ্ন



মৌলভীবাজার হাসপাতালে ২ জনের মৃত্যু
একজন করোনা আক্রান্ত হয়ে, অন্যজন উপসর্গ নিয়ে

মৌলভীবাজার জেলায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মহসিন রিজভি (৬৫)  এবং করোনার উপসর্গ নিয়ে হাফিজ মোহাম্মদ (৯০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) মৌলভীবাজার সদর হাসপাতালে আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথী দত্ত কাননগো সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনায় মৃত্যুবরণ করা এসআই মহসিন রিজভির নমুনা গত ২৭ জুন সংগ্রহ করা হয়। ৩০ জুন ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তবে হাফিজ মোহাম্মদের বিষয়টি এখনও নিশ্চিত নয়।’

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা মহসিন রিজভি (৬৫) জেলা শহরের ওয়াপদা এলাকার মৃত আব্দুস সামাদ ভূইয়ার ছেলে এবং হাফিজ মোহাম্মদ কুলাউড়া উপজেলার মরিচা গ্রামের মৃত সফর মোহাম্মদ এর ছেলে।

 

এসএইচ/এএফ