নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৩, ২০২০
০৬:১৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৩, ২০২০
০৬:১৭ অপরাহ্ন
মৌলভীবাজারে আজ শুক্রবার (৩ জুলাই) নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সিলেট মিররকে বলেন, 'মৌলভীবাজারে আজ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়েছে।'
আক্রান্তদের মধ্যে কুলাউড়া উপজেলার দুইজন, জুড়ির দুইজন, রাজনগরের একজন এবং বড়লেখা উপজেলার একজন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫০৬ জনে। ইতোমধ্যে ২৫৬ জন সুস্থ হয়েছেন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন।
এনএইচ/এনপি-০২