জুড়ীতে ইয়াবাসহ দুইজন আটক

জুড়ী প্রতিনিধি


জুলাই ০৫, ২০২০
১০:২১ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২০
১০:২১ অপরাহ্ন



জুড়ীতে ইয়াবাসহ দুইজন আটক

মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) বিকেলে জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে এএসআই কামাল হোসেন ও কনস্টেবল আবুল হাসেম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে আটক করেন।

আটককৃতরা হলেন- পশ্চিম জুড়ী ইউনিয়নের নলডুরি এলাকার মৃত মাতব্বর আলীর ছেলে মুমিন আহমদ (৩৫) ও কৃষ্ণনগর গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে জহিরুল ইসলাম (৩৫)।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) এর (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ রবিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, চলমান মহামারিতেও মাদক ব্যবসায়ীরা বসে নেই। তিনি জুড়ী উপজেলার সর্বস্তরের জনসাধারণকে মাদক ব্যবসায়ীদের ব্যাপারে সরাসরি জুড়ী থানার ওসি'র মোবাইল নম্বরে (০১৭১৩-৩৭৪৪৪৫) কল দিয়ে তথ্য জানানোর অনুরোধ করেছেন।

 

এইচআর/আরআর-০১