জুড়ী প্রতিনিধি
জুলাই ০৫, ২০২০
১০:৫৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৫, ২০২০
১০:৫৪ অপরাহ্ন
মৌলভীবাজারের জুড়ীতে গাছ কাটা ও ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইসমাইল মিয়া নামের এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ইসমাইল মিয়ার বাড়িতে গাছ কাটতে আসেন স্থানীয় প্রভাবশালী গিয়াস উদ্দিন পুতুল, তার স্ত্রী সুলতানা বেগম, কবির উদ্দিন ও রাশিদ আলী। ভূমির মালিক ইসমাইল তাদেরকে গাছ কাটতে বাধা দিলে তারা ইসমাইল মিয়ার উপর দেশি অস্ত্র দিয়ে হামলা চালান। হামলায় গুরুতর আহত হন ইসমাইল। আহতাবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইসমাসল আলী মুঠোফোনে বলেন, 'আমার জমি থেকে গাছ কাটতে আসেন গিয়াস উদ্দিন পুতুল ও তার সঙ্গীরা। আমি বিষয়টি ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দীনকে তাৎক্ষণিকভাবে জানাই এবং তাদেরকে গাছ কাটতে নিষেধ করি। ওরা চেয়ারম্যানকে জানানোতে ও গাছ কাটতে বাধা দেওয়ায় আমার উপর দেশি অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। দা দিয়ে আমার হাত, পা ও শরীরে আঘাত করে। ওরা আমার হাত ও পা কেটে ফেলেছে। এখন আমি কী নিয়ে বাঁচব।
এ ব্যাপারে পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দীন আহমেদ বলেন, এটি সমাধানের জন্য আমি স্থানীয় ওয়ার্ড মেম্বার বাবুল মিয়াকে ঘটনাস্থলে পাঠিয়েছি। আহত ব্যক্তি সুস্থ হয়ে ফেরার পর বিষয়টি সমাধান হবে।
এইচআর/আরআর-০৩