বড়লেখা প্রতিনিধি
জুলাই ০৫, ২০২০
১১:৫৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৫, ২০২০
১১:৫৬ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন বড়লেখা থানার একজন এসআই (৪৫)।
এর আগে গত ৩ জুলাই এক ব্যাংক কর্মকতাসহ দুইজনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। তাদের মধ্যে ২৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্ত অন্যরাও সুস্থ হওয়ার পথে রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার বিভিন্ন উপসর্গ থাকায় গত ২ জুলাই কয়েকজনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। গতকাল শনিবার (৪ জুলাই) রাতে তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস আজ রবিবার (৫ জুলাই) বিকেলে বলেন, আক্রান্ত ব্যক্তিরা আইসোলেশনে রয়েছেন। তাদের শরীর ভালো আছে। তাদের বাসা লকডাউন করা হয়েছে।
এজে/আরআর-০৫