সিলেট মিরর ডেস্ক
                        জুলাই ০৬, ২০২০
                        
                        ১২:৪১ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : জুলাই ০৬, ২০২০
                        
                        ১২:৪১ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    অনেকদিন চিকিৎসার পর সিঙ্গাপুর থেকে ফেরা কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শারীরকি অবস্থা আশঙ্কাজনক। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে রাজশাহীতে বসবাস করছেন তিনি। সেখানে তার বোন শিখা বিশ্বাসের কাছে রয়েছেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক ফরিদ আহমেদ জানিয়েছেন, ‘কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারছেন না। এটা বিকাল ৪টার খবর; প্রার্থনা করুন সবাই।’
এর আগে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এই নন্দিত গায়ক। সেখানে গিয়ে গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন তিনি।
বিএ-১৩