মানুষের পাশে থাকা সবচেয়ে বড় সম্মানের: এম এ মালিক

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ৩০, ২০২৫
০৫:১৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২৫
০৫:১৫ অপরাহ্ন



মানুষের পাশে থাকা সবচেয়ে বড় সম্মানের: এম এ মালিক


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, ‘নিজেকে বড় করে নয়, জনগণের পাশে থেকে অধিকার আদায় করতে চাই; কোনো সহিংসতা নয়, ন্যায়ের জন্য আইনের সাহায্য চাই। যদি আল্লাহ  বাঁচিয়ে রাখেন, নিজের এলাকায় থেকে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অব্যাহত থাকব।’ তিনি বলেন,  ‘শক্তি অর্জন বা ব্যক্তিগত ক্ষমতার লোভে নয়; মানুষের ভালোবাসা ও মানুষের পাশে থাকা সবচেয়ে বড় সম্মানের।’

বুধবার (২৯ অক্টোবর) রাতে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তেলিবাজার সংলগ্ন খাজা মহলে মতবিনিময় কালে বক্তব্যে এসব বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

এম এ মালিক বলেন,  ‘মাঠের তৃনমূলের নেতা-কর্মীদের সম্মান ও গুরুত্ব দিতে হবে, তাহলে গণআন্দোলনের মতো পথগুলো আরও কার্যকর ও গ্রহণযোগ্য হবে। তিনি মাঠে কাজ করার ওপর জোর দিয়েছেন—কারণ মাঠেই মানুষের আস্থা ফিরে আসে।’

তিনি আরো বলেন, ‘গণসংযোগ বা সমাবেশ যাতে কোনো ধরনের উগ্রতা বা সহিংসতা অনুপ্রবেশ না ঘটে সেজন্য ধীর এবং সুশৃঙ্খল পন্থাই বাহিত হওয়া উচিত। তিনি ব্যক্তিগত প্রতিশোধ না চেয়ে আইনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন—নিজের এবং দলের অঞ্চলীয় সাধারণ মানুষের বিরুদ্ধে হওয়া মারধর ও হত্যাচেষ্টার ঘটনার দায়ীদের বিরুদ্ধে তিনি বিচারের দাবি তুলেছেন।’

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির ব্যক্তিবর্গ  এম এ মালিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মালিক ভাই আমাদের সাথে সবসময় ছিলেন, আছেন, থাকবেন — আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ।”

বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমেদ খলকু বলেন দেশে ফিরে এম. এ. মালিক সিলেট-৩ আসনে ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি করেছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, মালিক ভাইয়ের আগমনের পর সিলেট বিএনপি আবারও সচল ও সংগঠিত হয়েছে। তিনি কেন্দ্রীয় নেতাদের নিয়ে সিলেটে ধারাবাহিক সভা-সমাবেশ করেছেন, যা তৃণমূলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

তেতলি ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান জানান, “তেতলি ইউনিয়নের সন্তান হিসেবে আমরা এম এ মালিক ভাইকে সর্বোচ্চ সহযোগিতা করবো। ইউনিয়নের প্রতিটি স্তরের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ত করে সফল আয়োজনের প্রস্তুতি চলছে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এনামুল হক ইকবাল, সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, মোল্লারগাও ইউনিয়ন বিএনপির সভাপতি লতিফ খান, সিলেট জেলা বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক ও মোল্লারগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, বালাগঞ্জ উপজেলা জাসাস এর ভারপ্রাপ্ত সভাপতি ও পূর্ব গৌড়িপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শেরুল ইসলাম, কামাল বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আহমদ, কামাল বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কামাল বাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী বশির মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, কামাল বাজার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিফতা খান, তেতলি ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল হোসেন, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, তেতলি ইউনিয়ন চেয়ারম্যান অলিউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহআলম, সিলেট জেলা  যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এএফ/০২