রাজনগরে উপসর্গ নিয়ে মৃতের স্ত্রীসহ দুই নারীর করোনা শনাক্ত

রাজনগর প্রতিনিধি


জুলাই ০৬, ২০২০
০৩:১৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২০
০৩:১৪ পূর্বাহ্ন



রাজনগরে উপসর্গ নিয়ে মৃতের স্ত্রীসহ দুই নারীর করোনা শনাক্ত

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় গত বুধবার (১ জুলাই) করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির স্ত্রী ও ওই পরিবারের আরও এক নারীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তারা রাজনগর উপজেলার ৫ নম্বর রাজনগর সদর ইউনিয়নের খারপাড়া ফকিরটুলা গ্রামের বাসিন্দা।

ওই দুইজনসহ আজ রবিবার (৫ জুলাই) রাজনগরে মোট ৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে আছেন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মকর্তা আর রাজনগর মুন্সিবাজার শাখা অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. বর্ণালী দাশ।

 

এফএইচ/আরআর-১০