সৃজিতের ওয়েব সিরিজে মোশাররফ, চঞ্চল ও পরীমনি

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৬, ২০২০
০৮:০৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২০
০৮:০৯ পূর্বাহ্ন



সৃজিতের ওয়েব সিরিজে মোশাররফ, চঞ্চল ও পরীমনি

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির পরিচালনায় নির্মিতব্য একটি ওয়েব সিরিজে কাজ করছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও পরিমনি।

লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাস অবলম্বনে হইচই প্লাটফর্মের এ সিরিজে কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও অভিনয় করছেন বলে এক সংবাদে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

সাইকোলজিক্যাল থ্রিলার বইটি প্রকাশের পরপরই বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। উপন্যাসের মূখ্য চরিত্র মুশকান জুবেরীর ভূমিকায় অভিনয় করবেন পরীমনি।

চঞ্চল চৌধুরী জানান, সিরিজটি নিয়ে নির্মাতার সঙ্গে আলোচনা হয়েছে। তবে বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত জানাতে পারছেন না।

মুশকান জুবেরীর চরিত্রে প্রথমে আরেক অভিনেত্রী জয়া আহসানকে ভাবা হলেও ‘বিশেষ কারণে’ তার বদলে পরীমনিকে চূড়ান্ত করা হয়েছে।

সৃজিত মুখার্জি আপাতত ‘ফেলুদা ফেরত’ সিরিজ়ের পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত সময় পার করছেন।

সবকিছু গুছিয়ে নতুন সিরিজের কাজে হাত দেবেন ‘অটোগ্রাফ’ ‘বাইশে শ্রাবণ’, ‘জাতিস্মর’র মতো চলচ্চিত্রের এ নির্মাতা।

বিএ-১৪