অক্সিজেন কনসেন্ট্রেটর পেল কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স

কুলাউড়া প্রতিনিধি


জুলাই ০৮, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২০
০১:৩১ পূর্বাহ্ন



অক্সিজেন কনসেন্ট্রেটর পেল কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের জন্য জালালাবাদ এসোসিয়েশন ইউকে, বিসিএ এর প্রেসিডেন্ট এম এ মুনিম ও জালালাবাদ এসোসিয়েশন ইউকে'র ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর, পালস অক্সিমিটার ও একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা ২টায় হাসপাতালের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হকের হাতে এসব সামগ্রী তুলে দেন চ্যানেল এস এর সিনিয়র স্টাফ রিপোর্টার হাসানুল হক উজ্জ্বল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মইনুল ইসলদম শামীম, সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, সাংবাদিক এম শাকিল রশিদ চৌধুরী, আতিকুর রহমান আখই, আরটিভি'র সিলেট বিভাগীয় প্রধান হোসাইন আহমেদ সুজাদ, আজকালের খবর'র কুলাউড়া প্রতিনিধি সুমন আহমদ, চ্যানেল এস, দৈনিক বাংলাদেশের খবর ও দৈনিক সিলেট মিরর'র প্রতিনিধি জিয়াউল হক জিয়াসহ ইমাম, কাজী ও চিকিৎসকরা।

 

জেএইচ/আরআর-১০