শ্রীমঙ্গল প্রতিনিধি
জুলাই ০৮, ২০২০
০৭:২০ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২০
০৭:২০ অপরাহ্ন
শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে সচেতন করতে জনসচেতনতামূলক প্রচারণা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় করোনা পরিস্থিতিতে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক (রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে ওই ৪ ব্যক্তিকে ২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী , শ্রীমঙ্গল থানার এসআই আলমগীর হোসেনসহ পুলিশের একটি টিম।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, জনগণকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। করোনা পরিস্থিতির শুরু থেকে এ কার্যক্রম এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তিনি বলেন, সামনের বাকি দিনগুলি যদি ঠিকঠাক স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হয় তাহলে আমাদের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষমান। তাই সকলের উচিত নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা।
কেজিকে/বিএ-০৩