মৌলভীবাজারে সাবেক চেয়ারম্যানের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি


জুলাই ০৯, ২০২০
০১:২০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৯, ২০২০
০১:২০ পূর্বাহ্ন



মৌলভীবাজারে সাবেক চেয়ারম্যানের লাশ উদ্ধার

মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজন মিয়া

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজন মিয়ার (৮৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির কেয়ারটেকার দেখতে পান ফ্যানের সঙ্গে রশি গলায় বেঁধে সুজন মিয়া ঝুলন্ত অবস্থায় আছেন। রাতে কেয়ারটেকার তাকে যে খাবার দিয়ে এসেছিলেন, সেই খাবার ঠিক আগের জায়গায় রাখা। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তারা পুলিশকে খবর দেযন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যাই। যেসব আলামত পেয়েছি সেসব দেখে ধারণা করছি এটি আত্মহত্যা। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

 

এসএইচ/আরআর-০৭